সমাজের আলো : সাতক্ষীরার ভোমরায় কমলা ট্রাক থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ থ্রি পিচ এবং ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ এসব মালমাল উদ্ধার করে।স্থল বন্দর সূত্রে জানা গেছে, সোমবার ভোমরা বন্দরের মেসার্স রফি এন্টার প্রাইজ নামক একটি প্রতিষ্টানের একটি চালান কমলা লেবু নিয়ে বন্দরে প্রবেশ করে। বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যে ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ ওই গাড়ীটিকে চ্যালেঞ্জ করে। পরে ওই লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯ টি কার্টুন উদ্ধার করে। কার্টুন গুলোর মধ্যে ৯১ টি কার্টুনে ভারতীয় থ্রি পিচ এবং ইমিটেশনে গহনা ছিলো। এর মধ্যে ১০৫৩ টি ভারতীয় উচ্চ মূল্যের থ্রি পিচ রয়েছে। যার আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা। এরিপোর্ট লেখা পর্যন্ত মালামালের দাম নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।ভোমরা কাস্টম সুপার আবুল কালাম আজাদ বলেন, বিশেষ গোয়েন্দা শাখার তথ্যে ভিত্তিতে রফি এন্টারপ্রাইজের ফলের গাড়ীতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *