সমাজের আলো: যুক্তরাজ্যে করোনার যে নতুন রূপ পাওয়া গেছে, তার কাছাকাছি একটি শক্তিশালী ভাইরাসের অস্তিত্ব মিলেছে বাংলাদেশেও। এর আগে এটি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ভারত, হংকংসহ ইউরোপের কয়েকটি দেশে ছড়ানোর খবর পাওয়া গেছে। বাংলাদেশি বিজ্ঞানী ও চিকিৎসকরা বলছেন, করোনার নতুন এ ধরনটি এখনো প্রাণঘাতী নয়, তবে এর সংক্রমণ ক্ষমতা আগের রূপটির চেয়ে অনেক বেশি। তাই এখনই এটি রুখতে পদক্ষেপ না নিলে তা গোটা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়তে পারে। তবে এর মধ্যেই করোনার নতুন রূপের সন্ধান পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ ধরনের যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, পর্যবেক্ষণসাপেক্ষে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির এক দল গবেষক জানিয়েছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবননকশা (হোল জিনোম সিকোয়েন্স) উন্মোচন করে বিজ্ঞানীরা বলছেন- এটি এখনো অতটা ভয়ঙ্কর নয়। এর প্রভাব কতটুকু, সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। করোনা ভাইরাসে মোট




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *