মণিরামপুর (যশোর)প্রতিনিধি : মণিরামপুরে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। তারা হলো উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মৃত সামীম সরদারের ছেলে সুজন সরদার (৫০) ও পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের খোরশেদ মোল্যার ছেলে মাহমুদ হোসেন (৩২)। রোববার রাত ৮ টার দিকে পৌর শহরে এ ঘটনাটি ঘটে। চালক আরমান মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, ছিনতাইকারী সুজন রোগী সেজে অভয়নগর থেকে ওই উপজেলার একতারপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে আরমান হোসেনের ইজিবাইকটি ভাড়া করে মণিরামপুর হাসপাতালে আসে। সুজনের আত্নীয় পরিচয়ে ওই গাড়িতে আসে অপর ছিনতাইকারী মাহমুদ।

ইজিবাইক চালক আরমান জানান, ওই দুই ব্যক্তি সারাদিন মনিরামপুর হাসপাতালে ঘোরা ঘুরি করে সন্ধ্যার পর অভয়নগরের উদ্দেশ্যে রওয়না হয়। কিন্তু মণিরামপুর পৌর শহরের সরুপদহ গ্রামে অবস্থিত কশাইখানার সামনে গিয়ে চালক আরমানকে পানের সাথে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে রাস্তার উপর ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতে থাকে। আজিবর নামের এক পথচারী বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডেকে তাদেরকে ধাওয়া করে।মণিরামপুর পৌর শহরের আদর্শ সম্মেলণী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।মণিরামপুর থানার এসআই ইব্রাহীম জানান, খবর পেয়ে ইজিবাইক চালক আরমানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *