সমাজের আলো : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, মনিষীদের জীবন আমাদের চলার পাথেয়। আমাদের যারা ধর্মগুরু আছেন তাঁদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।তিনি আরও বলেন, ধর্মের পোষাকি দিকে শুধু নজর দিলে হবেনা, মানবিক দিক বা নৈতিক দিকে যেন আমরা মোনযোগী হই।তিনি সোমবার সন্ধ্যায় পুরাতন আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত সনাতন ধর্মের প্রবক্তা ও মহাবতার ভগবান শ্রীকৃষের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম,জি আযম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ফারুক ইকবাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আকম রেজওয়ান উল্যাহ সবুজ, জিপি অ্যাড. শম্ভু নাথ সিংহ ও পিপি অ্যাড. আব্দুল লতিফ। এছাড়া বক্তব্য রাখেন, অ্যাড. সোমনাথ ব্যানার্জী, অ্যাড. সরকার যামিনী কান্ত, অ্যাড. প্রবীর কুমার মুখর্জী ও অ্যাড. পঙ্কজ কুমার সরকার প্রমূখ। অনুষ্ঠানে সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অ্যাড. সোমনাথ ব্যানার্জী। সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *