সমাজের আলো: বাইরে জামায়াত যুদ্ধাপরাধী বিরোধী চেহারা দেখালেও হেফাজত যে জামায়াতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে সেটি স্পষ্ট হয়েছিল ২০ সেপ্টেম্বর আমির আল্লামা আহমদ শফীর জানাজার সময়েই। ওইদিন হাটহাজারী মাদ্রাসায় প্রবীণসব হেফাজত নেতা শফীর লাশের ধারেকাছে ঘেঁষতে না পারলেও লাশের খাটিয়া ছিল জামায়াত-শিবিরের শীর্ষ নেতাদের কাঁধে! এর পর থেকে হেফাজতকে পুরোপুরি দখলে নিয়ে সরকার বিরোধীদের কাজে লাগাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বিএনপি-জামায়াত। হেফাজতের নিয়ন্ত্রণ নেয়ার কাজে নেতৃত্ব দিচ্ছে হেফাজতের ঢাকার আমির নূর হোসাইন কাসেমী ও মামুনুল হক পন্থীরা। ২০ সেপ্টেম্বর দেশবাসীকে অবাক করে দিয়েই জামায়াত-শিবির নেতাদের কাঁধে উঠেছিল হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজত আমির আহমদ শফীর মরদেহ। বিষয়টি উদ্বেগের হলেও শফীর জানাজায় ঘটেছিল এমনই ঘটনা। জামায়াতের প্রভাবশালী দুই শীর্ষ নেতা, সাবেক এমপি ও শিবিরের বর্তমান সেক্রেটারি কাঁধে বহন করেছেন আহমদ শফীর লাশের খাটিয়া। ইসলামি নিয়ম ও রীতি অনুসারে পরিবারের সদস্য অথবা নিকট আত্মীয়দেরই এ খাটিয়া বহন করতে দেখা যায়। ওই দিনই প্রশ্ন ওঠে, হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম এখন কি জামায়াতের নিয়ন্ত্রণে? ভাইরাল হয়ে পড়েছিল ঘটনার ভিডিও, ছবি। হেফাজতে ইসলামসহ অন্যান্য ধর্মীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে শুরু হয় তুমুল বিতর্ক। জামায়াত নেতাদের পাশে উপস্থিত কওমি মাদ্রাসা সংগঠনের অন্যতম নেতা আল্লামা মামুনুল হকের উপস্থিতি ওইদিনই বিতর্ক বাড়িয়েছিল। মামুনুল হকের জামায়াত সম্পৃক্ততা নিয়ে আগেই ছিল বিতর্ক। আহমদ শফীর জানাজা সম্পন্ন হওয়ার পর তার লাশ যখন বহন করতে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় মাওঃ মামুনুল হক, জামায়াতের চট্টগ্রামের সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি ও জামায়াতের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইয়ুবী তার লাশ বহন করছেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আরও বহু নেতা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *