সমাজের আলো : আত্মসমর্পণ আর মৃত্যুর মধ্যে আমি মৃত্যুই বেছে নেব।’ এমনটাই সাফ জানালেন প্রয়াত সোভিয়েত ও তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। তবে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের পাঞ্জশিরে মাসউদ জোর প্রতিরোধ গড়ে তুললেও সাবেক ভাইস প্রেসিডেন্ট আমারুল্লা সালেহকে সঙ্গে নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন তিনি। মরে গেলেও আত্মসমর্পণ নয়। বুধবার (২৫ আগস্ট) প্যারিস ম্যাচকে দেওয়া এক সাক্ষাতকারে মাসউদ বলেছেন, আত্মসমর্পণ না করলেও আমরা তালেবানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। প্রথমবারের মত ফরাসি দার্শনিক বার্নাড হেনরি লেভিকে দেওয়া সাক্ষাতকারে মাসউদ বলেন, ‘আমি আহমদ শাহ মাসউদের সন্তান, আমার শব্দের ঝুলিতে আত্মসমর্পণ শব্দটিই নেই।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *