সমাজের আলো : বরগুনা: বরগুনার তালতলীতে স্বামী মসজিদের ব্যাটারি ‘চুরি করায়’ দাম্পত্যজীবনের ইতি টেনেছেন এক গৃহবধূ। শনিবার (২৬ মার্চ) তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে।ওই এলাকার ইউপি সদস্য শফিকুল জমাদ্দার এবং বিয়ে ও তালাক নিবন্ধক (কাজি) মো. মুহিব্বুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য শফিকুল ইসলাম জমাদ্দার জানান, ২০০৭ সালে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মো. ফোরকানের সঙ্গে বিয়ে হয় মাসুমা বেগমের। বিয়ের পর তালতলী উপজেলার বথিপাড়া সরকারি আশ্রয়ণে বসবাস শুরু করেন তারা।ফোরকান চুরি করতেন। স্বামীর এমন কাজে বিব্রত ছিলেন মাসুমা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লেগে থাকত। শনিবার ভোররাতে উপজেলার মধ্য পাওয়াপাড়া জামে মসজিদ ও পাওয়ারপাড়া দোকানঘাট জামে মসজিদ থেকে তিনটি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরি হয়।প্লাস্টিকের বস্তায় ভরে সেগুলো বরগুনায় বিক্রি করতে যাওয়ার পথে ছোট বগী খেয়াঘাট এলাকায় ফোরকানকে সন্দেহবশত আটক করেন ইউপি সদস্য স্বপন মৃধা। এ সময় ফোরকান স্বীকার করেন এই ব্যাটারি তিনি মসজিদ থেকে চুরি করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *