রবিউল ইসলামঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর পল্লী মঙ্গল তরুণ সমিতির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে। ক্যাম্পে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা, ডা. আব্দুল কাদের, ডা. ফারহানা খান রানি, ডা. মেহেদী হাসান ও ডা. এস কে সরকার ৩৩২ জন রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন। একই সাথে কালিগঞ্জ লাইফ কেয়ার ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোমে ১২৫ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫৬ জন রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। সকালে ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির উপদেষ্টা গাজী শওকাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষ, গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির যুগ্ম আহবায়ক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ফজর আলী ও গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির সদস্য সচিব ইয়াছিন আরাফাত শাওনসহ সমিতির নেতৃবৃন্দ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *