শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি ঃ তালা উপজেলার মাগুরা ইউনিয়ন এর ফলেয়া চাঁদকাঠী বলরামপুর গ্রামবাসী গরু চোরের উপদ্রবে দিশেহারা পড়েছে।৬ই এপ্রিল বুধবার গভীর রাতে একদল চোর সিন্ডিকেট গ্রামে পিকআপ ঢুকিয়ে।
চাঁদ কাটি গ্রামের কেয়ামদ্দিনএর ছেলে মোহাম্মদ মহাসিন গাজীর পাঁচালী দ্বিতীয় গেট ভেঙে একটি জার্সি ইন্ডিয়ান জাতের গাভী ও বাছুর গোয়াল ঘর থেকে পিকআপ পার্টির সদস্যরা চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য  ৩লক্ষ ৫০ হাজার টাকা।
অনুসন্ধানে আরও জানা যায়  ঐ রাতে বলরামপুর গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে মোহাম্মদ জামশেদ আলীর বাড়ির প্রথম গেট ভেঙে  আধুনিক প্রযুক্তির তালা কাঁটার ধারা গোয়াল ঘরের তালা কেটে গোয়াল ঘর থেকে দুটি বড় এঁড়ে গরু  পিকআপ উঠিয়ে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২ লক্ষ৫০ হাজার টাকা। মোহাম্মদ জামশেদ আলী মোড়ল জানান রাত ৩টার দিকে গোয়াল ঘরে যেয়ে দেখি গরু নেই। জামশেদ আলী মোড়ল সাথে সাথে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করতে থাকেন। অজ্ঞাতনামা চোরেরা শুনতে পেয়ে তড়িঘড়ি করে পিকাপ চালিয়ে যাওয়ার সময় জামশেদ আলীর একটি এঁড়ে গরু স্থানীয় বলরামপুর গোলদার বাড়ির পাশে একটি ডোবার মধ্যে রেখে পিকআপ যোগে পালিয়ে যেতে থাকে।  মসজিদের মাইকে জামশেদ আলীর প্রচার শুনতে পেয়ে বলরামপুর বাজারের পাহারাদার গরুসহ পিকআপটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গরু সহ পিকআপ যাওয়ার সংবাদ শুনে জামশেদ আলী নেভি বুলু রং এর গাড়িটি দেখত পেয়ে মোটরসাইকেল যোগে পিকআপটিকে ধাওয়া করে কিন্তু পিকাপ আটকাতে ব্যার্থ হয়। অপরদিকে মহাসিন গাজী আরো জানান গত ১০ ই মার্চ বিল থেকে তার শ্যালো মেশিন চুরি হয়েছে যার আনুমানিক মূল্য  ১০হাজার টাকা এমত অবস্থায় মহাসিন গাজী বাদী হইয়া তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী চোরের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক