সমাজের আলো: প্রশাসনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপরাধ প্রবণতা কমাতে কঠোর হচ্ছে সরকার। সরকারি চাকরি বিধিমালা মেনে চলার জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাঠ প্রশাসন কর্মকর্তাদের এরইমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিসিএস ক্যাডারের বিভিন্ন ফোরামে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, যে সব কর্মকর্তা দুর্নীতিসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত, অপরাধের ধরন দেখে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। শাস্তি হিসেবে কাউকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া, বিভাগীয় মামলা করা, পদোন্নতি বন্ধ এমনকি ওএসডি করা হবে। অপরাধের ধরন দেখে প্রয়োজনে ফৌজদারি মামলাও হতে পারে তাদের বিরুদ্ধে। তবে ফৌজদারি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনপ্রশাসনের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘মাঠ প্রশাসনে অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আচরণবিধি মেনে চলতে কঠোরভাবে তাগিদ দেওয়া হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রশাসনে কর্মরত সবাইকে সততা ও নিষ্ঠাবান হওয়ার বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই অনুযায়ী প্রশাসনকে কঠোরভাবে পরিচালনা করে আসছেন। এরই মধ্যে হঠাৎ মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে যায়। স্থানীয় প্রভাবশালী রাজনীতিবীদের ছত্রছায়ায় বিভিন্নভাবে প্রভাবিত হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তারা। ওই সব কর্মকর্তাদের মধ্যে উপজেলা কর্মকর্তা (ইউএনও) ও অ্যাসিল্যান্ডের সংখ্যাই বেশি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অপরাধের সঙ্গে জড়িত মাঠপ্রশাসনের ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে শাস্তিস্বরূপ বদলির পদক্ষেপ নিলে সেখানে বদলি ঠেকাতে প্রভাবশালী রাজনীতিবিদদের হস্তক্ষেপ চলে আসছে। প্রশাসনে কোনোভাবেই যেন রাজনৈতিক প্রভাব না পড়ে সেই আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মহলে।




Leave a Reply

Your email address will not be published.