সোহরাব হোসেন সবুজঃ “মাদককে না বলুন – জীবনকে সুন্দর করুন ” এই লক্ষ্যে হাজারো মানুষের অংশগ্রহণে পারুলিয়া ফেয়ার মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য সাইকেল র্যলী অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন মাদকমুক্ত দেশ গড়া। যুব সমাজকে রক্ষা করা। সেই লক্ষেে মাদক বিরোধী এই সুবিশাল র ্যলী ও পথসভার আয়োজন করা হয়। সমগ্র দেবহাটা উপজেলা ব্যাপী মাদক বিরোধী এই সুবিশাল আয়োজনটি সাতক্ষীরা জেলাবাসীর দৃষ্টি কেড়েছে। পারুলিয়া ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সকাল নয় টায় বয়রা বাজারে র্যলীর উদ্বোধনীী অনুষ্ঠান হয়। র্যালীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মো. মুনসুর আহমেদ। নলতা আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক এবং ফেয়ার মিশনের নিবেদিত সদস্য সাংবাদিক সোহরাব হোসেন সবুজের উপস্থাপনায় উদ্বোধনীী অনুষ্ঠানে এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পাঁচটি পথসভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার অফিসার ইন চার্জ বিপ্লব কুমার সাহা, অফিসার ইন চার্জ তদন্ত উজ্জ্বল কুমার মিত্র, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান প্রমূখ বক্তব্য রাখেন। এই বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণকারী সকলকে রাফসান গ্রুপের সৌজন্যে দৃষ্টিনন্দিত ক্যাপ ও গেঞ্জি প্রদান করা হয়। উদ্বোধনের পর ফেয়ার মিশনের প্রায় ৫ শত সদস্য বাইসাইকেল নিয়ে বয়রা বাজার থেকে র ্যলী শুরু করে। কুলিয়া বাজারে এসে পথসভা হয় এবং অতিথিবৃন্দ সেখানে মাদকবিরোধী বক্তব্য দেন। পুনরায় যাত্রা শুরু হয়। এভাবে সখিপুর, গাজীরহাট, দেবহাটা সদর, টাউনশ্রীপুর থেকে পারুলিয়া চত্বরে এসে র্যলী ও পথসভা শেষ হয়। এই সমগ্র আয়োজনের সাথে থেকে দেবহাটা উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিবৃন্দ সার্বিক সহযোগিতা করেন এবং আনন্দিত হন। মাদক বিরোধী বর্ণাঢ্য এই আয়োজনে অংমগ্রহনকারী সকল সদস্যকে সকালে এবং দুপুরে খাওয়ার সুব্যবস্থা করা হয়। সমাজ থেকে মাদক নির্মুল করতে, মাদকমুক্ত সমাজ গড়তে ফেয়ার মিশনের এই বৃহৎ প্রয়াস স্মরণীয় হয়ে থকবে বলে মনে করেন জনসাধারন ও উপজেলার সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *