হাফিজুর রহমান শিমুলঃ

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করুন। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ ও ইভটিজিং দমনে পুলিশকে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের কালিগঞ্জ সার্কেলের সৌকস অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। সোমবার (১৩ ই মার্চ) সন্ধ্যায় বিবিসি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার শহীদ সোহরাওয়ার্দী পার্কে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মুলে থানা পুলিশ ইতিমধ্যে সফল হয়েছে। তবে মাদকের ব্যাপারে এখনও আমাদের স্বস্তি ফেরেনি। আমরা মাদক নির্মুলে বদ্ধ পরিকর। মাদকসহ অন্যান্য অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক কীভাবে দমন করতে হয়, তা পুলিশের জানা আছে। তিনি মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশকে তথ্য দিয়ে যথাযথ ভাবে সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এ.জে সোহেল, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, থানার ওসি (তদন্ত) এবাদ আলী, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মাসুদা খানম মেধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান বিবিসি। ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান




Leave a Reply

Your email address will not be published.