যশোর অফিস : যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু অব্যাহত রয়েছে। এদিকে জালিয়াতির মাধ্যমে ৯টি চেকের মাধ্যমে উক্ত টাকা হাতিয়ে নেওয়ার দূর্নীতির দায়ভার স্বীকার করে বোর্ডে কর্মরত হিসাব সহকারী আব্দুস সালাম ১৫ লাখ ৪২ হাজার টাকা স্ত্রীর মাধ্যমে বোর্ডের সচিবের একাউন্টে ১০ অক্টোবর রোববার ফেরত দিয়ে জমা রশিদ দিয়েছে। বাকী টাকাও পর্যায়ক্রমে আব্দুস সালাম ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। বোর্ডে কর্মরত হিসাব সহকরী আব্দুস সালাম টাকা ফেরত দেওয়ার পরের দিন সোমবার যশোর দূর্নীতি দমন জেলা সমন্বয় কার্যালয়ের কর্মকর্তার সামনে হাজির হয়ে তিনি দূর্নীতির সাথে একাই জড়িত বলে দাবি করেছেন। অপরদিকে,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের হিসাব প্রদান দপ্তর গত ৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে বন্ধ করে দিয়েছে বোর্ড চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন। তিনি হিসাব প্রদান দপ্তরের দুই পাশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সর্তক করে দিয়েছেন যাতে উক্ত হিসাব প্রদান দপ্তর থেকে একটিও কাগপ বাইরে কোথাও না যায়। কিংবা বোর্ডের কেউ উক্ত দপ্তরে প্রবেশ করতে না পারে। যার ফলে উক্ত দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অলস দিন অতিবাহিত করছে। বোর্ড সূত্রে জানাগেছে,সোমবার ১১ অক্টোবর যশোর বোর্ডের চেয়ারম্যান পরিস্থিতি অস্বাভিক হওয়ার কারনে বোর্ড কমিটির মিটিংয়ের আয়োজন করেন। বোর্ড কমিটির মিটিংয়ে বোর্ডে কর্মরত নিন্মমান সহকারী আব্দুস সালামের স্বীকারোক্তি মোতাবেক আবেদন ও বোর্ডের হিসাবে টাকা জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার ৭ অক্টোবর থেকে বোর্ডে কর্মরত নিন্মমান সহকারী আব্দুস সালাম ছুটি ছাড়াই অনুপস্থিত থাকার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন। বোর্ডের নিয়মকে উপেক্ষা করে ও জালিয়াতির মাধ্যমে ৯টি চেকের বিপরীতে আড়াই কোটি টাকা অধিক উত্তোলনসহ আত্মসাতের অভিযোগে সোমবার বোর্ড কমিটির মিটিং শেষে প্রশাসনিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বোর্ডের উপ-সচিব প্রশাসন জহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। খোঁজখবর নিয়ে জানাগেছে, গত ৯ অক্টোবর শনিবার থেকে সাত কর্মদিবসের মধ্যে বোর্ডের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়ার পরই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান কলেজ পরিদর্শক কেএম রব্বানী। কমিটির সদস্যরা হচ্ছেন, বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিশ্বাস শাহীন আহম্মেদ, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইমদাদুল হক, উপসচিব (প্রশাসন) জাহাঙ্গীর আলম ও সোনালী ব্যাংক শিক্ষাবোর্ড শাখার ম্যানেজার শাহীনুর রেজা।
শিক্ষাবোর্ড রাষ্ট্রীয় কোষাগারে আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকা জমা দিতে ৯টি চেক ইস্যু করে বিগত দু’অর্থবছরে। কিন্তু এর স্থলে এ ৯টি চেকের মধ্যে সাতটিতে বিভিন্ন সময় একটি প্রতিষ্ঠানের একাউন্টে জমা হয় ১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানের একাউন্টে ৬১ লাখ ৩২ হাজার টাকা। বোর্ডের সূত্রগুলো আরো জানিয়েছেন, বোর্ডের বিপুল পরিমানের টাকা বাইরের যে দু’টি প্রতিষ্ঠানের প্যাডে সীলের মাধ্যমে গ্রহন করা হয়েছে সেই প্রতিষ্ঠানের একজন ঠিকাদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বোর্ডের আব্দুস সালাম ও কামাল নামে দু’জন তার কাছে এসে মেসার্স ভেনাস এন্ড প্যাকেজিং এর প্যাড ও সীল চান। তারা উক্ত প্রতিষ্ঠানের প্যাড ও সীল কোথায় ব্যবহার করেছেন তা তিনি জানেন না। অপর প্রতিষ্ঠান শাহীলাল ষ্টোরের মালিক জানান,তার একাউন্টে টাকা জমা হয়েছে তা তিনি জেনেও টাকা উত্তোলন করেননি। বোর্ডের হিসাব প্রদান দপ্তর থেকে সরকারী কোষাগারে জমা দেওয়ার ভ্যাটের যে চেক ইস্যু করা হয়েছে তা যথাযথ। তবে ব্যাংকে চেক জমা দিয়েছে বিপুল পরিমানের অর্থের চেক। বোর্ডের সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আসল চেক এর চেয়ারম্যান ও সচিবের আসল স্বাক্ষরের ব্যাপারে অবগত। তাহলে বিপুল পরিমানের অর্থ কিভাবে জালিয়াত চক্রের জ¦াল করা চেক এর মাধ্যমে পাশ হয় তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তাছাড়া, আব্দুস সালাম একাই এই দূর্নীতির সাথে জড়িত বলে সে স্বীকারোক্তি দিয়েছে তা নিয়ে বোর্ডে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দারুন সন্দেহের সৃষ্টি হয়েছে। এখন দূদকের মামলা ও তদন্তে বেরিয়ে আসবে এ ঘটনার সাথে মূলত কে কে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *