সমাজের আলো: লিবিয়ায় পাচারকারীদের হাতে ২৬ জন বাংলাদেশী নিহত ও ১২ জন আহত হয় গত ২৯শে মে। এ বিষয়ে মোট ২৬টি মামলা করা হয়। সিআইডি ১৫টি মামলা স্ব-উদ্যোগে গ্রহণ করে। ইতিমধ্যে এসব মামলার আসামি গ্রেপ্তারসহ অনেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসমিদের গ্রেপ্তার’র জন্য ইন্টারপোল এর মাধ্যমে শিগগিরই রেড নোটিশ জারী করা হবে। সিআইডি সূত্রে জানা গেছে, লিবিয়ায় মানবপাচারে জড়িত যেসব দালাল সেখানে অবস্থান করছে তাদের আইনের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে সিআইডি। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তাদের গ্রেপ্তার করা হবে। সিআইডি জানিয়েছে, লিবিয়ায় পাচারকারীদের হাতে ২৬ জন বাংলাদেশী নিহত হওয়ার পর আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিআইডি। এরই প্রেক্ষিতে গত ৩০শে সেপ্টেম্বর নয় জন ভিকটিম দেশে ফিরেছেন।




Leave a Reply

Your email address will not be published.