সমাজের আলোশ :‘মামলা নেবেন নাকি অন দি স্পট ফাইন দেবেন?’ বুধবার (৩০ জুন) দুপুর দেড়টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের পশ্চিম পাশের চেকপোস্টে এক মোটরসাইকেল চালককে এ প্রশ্ন করছিলেন এক পুলিশ কর্মকর্তা।মোটরসাইকেল চালক একজনকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তিনি নানা অজুহাতে এবারের মতো মামলা ও জরিমানা না করে ছেড়ে দেয়ার অনুরোধ করলেও পুলিশ কর্মকর্তা বলছিলেন, দুজন নিয়ে মোটরসাইকেল চালানো যাবে না- মর্মে ডিএমপি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। গণমাধ্যমে তা প্রচারও করা হচ্ছে। লকডাউনের তৃতীয় দিনে এসে নানা অজুহাত দেখাচ্ছেন। হয় মামলা, না হয় জরিমানা গুনতেই হবে আপনাকে। অগত্যা জরিমানা দিয়ে সঙ্গী যাত্রীকে নিয়ে গন্তব্যে রওনা হন মোটরসাইকেল চালক।করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৮ জুন থেকে বিধিনিষেধ সাপেক্ষে তিনদিনের লকডাউনের তৃতীয় দিনে এ দৃশ্য চোখে পড়ে।




Leave a Reply

Your email address will not be published.