ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরা কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও হোমিও ডাক্তার শিক্ষক আনিছুর রহমান বার্ধক্য জনিত অসুস্থ হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরন করেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর৷
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সাকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম আনিছুর রহমানের ছোট ছেলে সাংবাদিক শফিকুর রহমান৷ তিনি বলেন, গতকাল সোমবার সন্ধা ৬টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে শারিরীক অবস্থার অবনতি ঘটে মৃত্যু বরন করেছে৷

এদিকে, আজ সকালে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সামসুল হকের মিল চত্বরে বাকসা মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান মরহুম আনিছুর রহমানের প্রথম জানাজা নামাজ সম্পন্ন করেন৷ পরে বাকসা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে সেখানেই দাফন করা হয়৷

মরহুম আনিছুর রহমান তার জীবদ্দশায় সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিভাগের অধ্যাপক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য, ৫নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও দেশ বরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন । এছাড়াও তিনি শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

জানাজা নামাজে অংশ নিয়েছিলেন, প্রবীণ শিক্ষাবিদ কলারোয়া সরকারি কলেজের অধ্যাপক এমএ ফারুক, সরকারি কলেজের সাবেক প্রফেসর আবুনছর, পুণঃ নির্বাচিত কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাবিল, মরহুমের পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী প্রমূখ৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *