সমাজের আলো: তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্কের পরিণতির বিষয়ে বেশ কয়েকবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। এরইমধ্যে তাইওয়ান উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া দেওয়ার দাবি করেছে চীন। শনিবার মার্কিন যুদ্ধজাহাজটি সংবেদনশীল তাইওয়ান উপকূলে ঢুকে পড়লে সেটিকে ধাওয়া করে চীনা সেনাবাহিনী। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের উস্কেদিতে এটি এসেছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গণতান্ত্রিকভাবে চালিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসাবে দাবি করে চীন। তাইওয়ান জলসীমা ব্যবহারের মাধ্যমে অস্ত্র বিক্রি এবং যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রেরণের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরণের পদক্ষেপের কারণে ক্ষুব্ধ চীন। এ সব পদক্ষেপ বেইজিং-ওয়াশিংটন সম্পর্ককে আরো জটিল করে তুলেছে।




Leave a Reply

Your email address will not be published.