সমাজের আলো: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আবারও আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ওয়ানডে দলে চাইছেন তার ভক্তরা। তাদের দাবি, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে উজ্জ্বল থাকায় মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে সুযোগ ডিজার্ভ করেন। ‘নড়াইল এক্সপ্রেস’ ওয়ানডে দলে বিবেচিত হবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে তার বিষয়ে কী ভাবছেন বিসিবি সভাপতি? টি-টোয়েন্টি কাপের ফাইনালের দিন সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘এই মুহূর্তে বলা মুশকিল। তাকে (মাশরাফি) দলে রাখা হবে কিনা, এটা নির্বাচকদের ওপর। ওকে তো কেউ বাদ দিচ্ছে না।’

