সমাজের আলো। ।করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। অন্যথায় জরিমানার মুখে পড়তে হচ্ছে। আর যারা মাস্ক মুখে না রেখে থুতনিতে রেখে বাইরে চলাচল করবেন তাদের দ্বিগুণ জরিমানা গুণতে হতে পারে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, যারা মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখছেন, তাদের জরিমানা স্বাভাবিকের চেয়ে ডাবল করা হচ্ছে। বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে মাস্ক পরা নিশ্চিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১০ এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৩০ জনকে মাস্ক না পরার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানা করা মূল উদ্দেশ্য নয়। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে এখনও অনেকে সর্তক হয়নি, তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে ফাইন হয়ে যাবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা।’ তারপরও মাস্ক না পরলে জেলে যেতে হবে বলে জানান তিনি




Leave a Reply

Your email address will not be published.