সমাজের আলো  : আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকাল দুইটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু । অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে। উক্র অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্যাসহ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরিক্ষায়

বিজ্ঞান বিভাগ থেকে ২১ জন, বানিজ্য বিভাগ থেকে ১২ জন এবং মানবিক বিভাগ থেকে ৯৭ জন মোট ১৩২ জন শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু হাসান।
বার্তা প্রেরক
মফিজুল ইসলাম




Leave a Reply

Your email address will not be published.