সমাজের আলো: রাখাইন সীমান্তের কাছে নতুন করে সেনা সমাবেশের প্রতিবাদে মিয়ানারের রাষ্ট্রদূতকে তলব করার পরদিনই নিজেদের সীমান্তে টহল কার্যক্রম বাড়িয়েছে বাংলাদেশ।কক্সবাজার-৩৪ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বেনারকে বলেন, “ওদের এলাকায় মিয়ানমার সেনাদের সন্দেহজনক গতিবিধি ও উপস্থিতি ছিল, সেটি আমরা নিশ্চিত হয়েছি।”“তাই আমরা টহলসহ সকল কার্যক্রম জোরদার করেছি। সীমান্তে সকলকে সর্তক অবস্থানে রাখা হয়েছে। নতুন করে অনুপ্রবেশসহ যেকোনো ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে,” বলেন তিনি।




Leave a Reply

Your email address will not be published.