রবিউল ইসলাম : কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় বোন ও সাবেক সরকারী কর্মকর্তা সামসুদ্দীন গাজীর বড় মেয়ে, প্রথিতযশা প্রধান শিক্ষক শেলী আক্তার বানু’র দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।জানাজার নামাজ পরিচালনা করেণ গুনাকরকাটি খায়রীয়া আজিজীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দীস হযরত মাওঃ রবিউল ইসলাম। মরহুমার জানাযায় অংশ গ্রহন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হুসেন, সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, বাংলাদেশ জাতীয় পাটির উপজেলা সভাপতি শেখ হুসাইন আহম্মেদ গোলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুর ইসলাম, কুশুলিয়া ইউপির চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হাসান খোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ও স্থানীয় মুসুল্লীবৃন্দ। উল্লেখ্য যে, শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় শেলী আক্তার বানু সকলের মায়া ত্যাগ করে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মহিয়শী এই নারী স্বামী ও ১ পুত্র, ১ কন্যা সন্তানসহ পিতা, ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শেলি আক্তার বানু একজন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.