সমাজের আলো : নির্যাতনের শিকার কিশোরী আমেনা (১১)। ছবি : আমাদের সময়
মায়ের বান্ধবীর বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে এক বছর ধরে নির্যাতনের শিকার আমেনা খাতুন (১১)। সারা শরীরে গরম খুন্তির ছ্যাঁকার দাগ। ক্ষত শুকিয়ে কালশিটে পড়ে গেছে। বুকের ওপরে উঠে পাড়িয়েছে। প্লায়ার্স দিয়ে মাথা ফুটো করে দিয়েছে, চুল টেনে ছিঁড়েছে। আমেনা এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অমানুষিক নির্যাতনের বর্ণনা শুনে গা শিউরে
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নূর ইসলাম ও আকলিমা খাতুনের মেয়ে আমেনা। দুই বছর বয়সে তার বাবা মারা যায়। নানা মারা যান জন্মের আগেই। সাত বছর বয়সে নানি জোহরা খাতুন আকলিমাকে আবার বিয়ে দিয়ে দেন। ভিক্ষা করে নানি জোহরা খাতুনই লালন পালন করতেন আমেনাকে।হাসপাতালের বিছানায় শুয়ে আমেনা জানায়, শ্যামলী আন্টি তাকে ঢাকার মহাখালীতে সাততলা সরকারি কোয়ার্টারে নিয়ে যান। সেখানে শ্যামলী আন্টি, তার স্বামী বাদল সিকদার ও আন্টির শাশুড়ি লিলি থাকেন। আন্টির শাশুড়ি সরকারি হাসপাতালের নার্স। ওই বাসায় নিয়ে যাওয়ার পর দু’মাস সে ভালো ছিল। এরপর থেকেই শুরু হয় নির্যাতন। বাড়ির কাজের একটু এদিক-ওদিক হলেই তাকে বেধড়ক মারপিট করতেন শ্যামলী ও বাদল।আমেনা আরও বলে, তাকে দিয়ে বাসা বাড়ির সব ধরনের কাজ করানো হতো। এর আগে আমেনা কোথাও কাজ করেনি বা শেখেনি। শুরু হলো রুটি বানানো দিয়ে। রুটির পরিমাণ কম বলে আমেনাকে মারপিট করা হতো। হাত থেকে পিরিচ পড়ে গেল কেন; আবার মার। সারা গায়ে গরম খুন্তির ছ্যাঁকা, হাত ভেঙে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাত মচকে দিয়েছে, প্লায়ার্স দিয়ে মাথার চুল টেনে টেনে উঠিয়ে দিয়েছে, গলায় এবং মাথায় আঘাত করেছে। দুই পায়ে পিটিয়ে ভেঙেছে রুটি বানানো বেলন। শ্যামলীর স্বামী আমেনার পায়ের ওপরে দাঁড়িয়ে যন্ত্রণা দিয়েছে; শ্যামলী বুকের ওপর দাঁড়িয়ে লাফালাফি করেছে। আমেনার মুখে টেপ লাগিয়ে হত্যাচেষ্টাও করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *