সমাজের আলো : তিনদিন মায়ের লাশ ঘরে রেখে সন্তানরা রান্না করে খেয়েছে। লাশের পাশে শুয়েছে। লাশে পচন ধরলেও সন্তানরা ছিল নির্বিকার। পরে এম্বুলেন্স চালকের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা অনুনয় করলেও সন্তানরা দরোজা খুলেনি। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে- মায়ের লাশের পাশে বসে আছে সন্তানরা। এই তিনদিন তারা ঘরের ভেতরেই রান্নাবান্না করে খেয়েছে। এ ঘটনা ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জের রাজনপুরে। মায়ের মৃত্যুর খবর কেন কাউকে জানানো হয়নি- এমন প্রশ্নের জবাবে সন্তানরা জানিয়েছে- তাদের পিতা নেই। মাও মারা গেছেন। যদি চাচারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে তারা যাবে কোথায়? সেই ভয়ে তারা বাড়িতে মায়ের পাশেই বসেছিল। কাউকে কিছু জানায়নি। এদিকে পুলিশের সহায়তায় সোমবার রাত ৩টার দিকে মা জেসমিন বেগমের মরদেহ কবর দেয়া হয়। ফেঞ্চুগঞ্জের রাজনপুর গ্রামের ছানা মিয়া একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। স্ত্রী জেসমিন বেগমের সঙ্গে পারিবারিকভাবে বনিবনা ছিল না তার। এ কারণে ২০১৭ সালে জেসমিন বেগম চার সন্তান সুমা, উমা, ইমা ও ছেলে সনিকে নিয়ে সিলেট শহরে ভাড়া বাসায় চলে আসেন। শহরে থেকেই তিনি চার সন্তানকে স্কুল ও কলেজে লেখাপড়া করান। গ্রামের লোকজন জানিয়েছেন- স্ত্রীর সঙ্গে বনিবনা না হলেও সন্তানদের দেখতে প্রায়ই ছানা মিয়া সিলেটে যেতেন। বাড়িতে জমি বিক্রি করে সিলেটে থাকা স্ত্রী-সন্তানদের অর্থের যোগান দিতেন তিনি। গত বছরের আগস্ট মাস পর্যন্ত স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে ছানা মিয়া সিলেট শহরে যেতেন। এরপর ছানা মিয়া অসুস্থ হয়ে পড়লে আর যেতে পারেননি। অসুস্থতায় ভুগে গত ২রা জানুয়ারি নিজ বাড়িতে মারা যান ব্যবসায়ী ছানা মিয়া। ওই সময় ছানা মিয়ার মৃত্যুর খবর জানলেও স্ত্রী ও সন্তানরা বাড়ি যাননি। ফলে ছানা মিয়ার ভাই সহ এলাকার মানুষ ছানা মিয়ার দাফন করেন। ছানা মিয়ার মৃত্যুর পর থেকে স্ত্রী জেসমিন ও সন্তানদের খোঁজখবর পায়নি কেউ। তারা বাড়িতেও যায়নি। এদিকে ছানা মিয়ার স্ত্রী জেসমিন বেগম সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে সন্তানরা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যান জেসমিন বেগম। এরপর সিলেট শহর থেকে এম্বুলেন্স নিয়ে রাত ৩টার দিকে লাশ নিয়ে ফেঞ্চুগঞ্জের রাজনপুরের গ্রামের বাড়িয়ে চলে যায় সন্তানরা। তারা মৃতের মায়ের মরদেহ নিয়ে যায় বাড়ির দু’তলায়। সেখানে লাশের পাশে তিনদিন কাটায়। বাড়ির প্রধান ফটক ছিল বন্ধ। কলাপসিবল গেইটে তালা ছিল। এ কারণে প্রতিবেশী কিংবা স্বজনদের কেউ তাদের খবর নিতে পারেনি। গত সোমবার বিকালে এম্বুলেন্স চালক ভাড়ার পাওনা টাকা আনতে যান তাদের বাড়িতে। এ সময় তিনি ডাকাডাকি করলেও কেউ দরোজা খুলেনি। এম্বুলেন্স চালকের ডাকাডাকি শুনে ছানা মিয়ার ভাইয়েরা ও আশেপাশের লোকজন জড়ো হন। এম্বুলেন্স চালকের কাছে বিষয়টি জানতে চান। এ সময় এম্বুলেন্স চালক জানান- শনিবার রাত ৩টার দিকে তিনি লাশ নিয়ে ওই বাড়িতে এসেছিলেন। একজন মহিলা সিলেটের একটি হাসপাতালে মারা যান। এম্বুলেন্স চালকের কথা শুনে গ্রামবাসী ধারণা করেন- ওই মহিলার লাশ ঘরের ভেতরেই রয়েছে। পরে তারা বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে রাত ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ওই বাড়িতে যায়। পুলিশ গিয়ে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে সাড়া দেয়া হয়নি। এক পর্যায়ে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ কলাপসিবল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয়রা জানান- বাড়িটি দু’তলা। জেসমিন বেগমের মরদেহ দু’তলার শয়ন কক্ষে রাখা হয়। সেখানে লাশের পাশেই চার সন্তান বসা ছিল। সন্তানদের মধ্যে বড় মেয়ে সুমার বয়স ২৪ বছর। ছেলে সনির বয়স হবে ১৮ বছর। অপর দুই মেয়ের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্গন্ধ ছড়ানো জেসমিন বেগমের লাশ উদ্ধার করে। রাজনপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন- জেসমিন বেগমের মরদেহ উদ্ধারের সময় ওই ঘরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মরদেহে কিছুটা পচন ধরে। মরদেহকে একটি কক্ষে রেখে সন্তানরা ওই বাড়িতে রান্নাবান্না করে খেয়েছে। এ সময় মায়ের মৃত্যুর সংবাদ কেন কাউকে জানানো হয়নি প্রশ্ন করা হলে সন্তানরা জানায়- তাদের পিতা নেই। মাও মারা গেছেন। যদি তাদের পিতার বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয় সেই ভয়ে তারা কাউকে ঘটনাটি জানায়নি। লাশ একটি ঘরে রেখেই তারা তালা দিয়ে বাড়িতে লুকিয়ে থাকে। এদিকে লাশ উদ্ধারের পর স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় রাত ৩টায় জানাজা শেষে ওই মহিলার মরদেহ পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফয়াত হোসেন মানবজমিনকে জানিয়েছেন- খবর পাওয়ার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাতে দাফন করেছে। মারা যাওয়া জেসমিন বেগমের চার সন্তানের কথাবার্তা কিছুটা এলোমেলো। পিতার মৃত্যুর দুই মাস পর মায়ের মৃত্যুতে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে হয়তো তারা এমন ঘটনা ঘটিয়েছে। লাশ দাফনের পর সন্তানদের দেখভালের জন্য চাচা সহ গ্রামের মানুষদের দায়িত্ব দেয়া হয়েছে। শোক ভুলে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সে বিষয়টি আত্মীয়স্বজনরা দেখছেন। পুলিশও সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *