সমাজের আলো : গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৬ মে) দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে।আল-জাজিরার সবশেষ প্রতিবেদনে বলা হয়, গত ১০ মে থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনেরও বেশি।ইসরায়েলের হামলায় বহু ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। সংবাদমাধ্যমের ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। আহতদের জায়গা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো।এদিকে রোববারের হামলায় ধ্বংসস্তূপে আটকাপড়া এক ফিলিস্তিনির করুন আর্তনাদ উঠে এসেছে সংবাদমাধ্যমে। মিডল ইস্ট আইয়ের এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি তার মায়ের কাছে করুন কণ্ঠে বলছেন, মা আমাকে একা রেখে যেও না। আমার সঙ্গে থাকো। আরব দেশগুলো, তোমরা কোথায়? আমরা ধ্বংসস্তূপে চাপা পড়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *