সমাজের আলো : বাংলাদেশের ক্রিকেটের নাজেহাল অবস্থা, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে দুই সংস্করণেই হেরেছে বাংলাদেশ। টালমাটাল এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের মাঝেই শের-ই-বাংলার প্রেসবক্সে দেখা গিয়েছে দেশের সফলতম দুই ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালকে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণ পেয়ে স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফী ও তামিম। জানা গেছে, দেশের ক্রিকেটের বর্তমান সংকট, জাতীয় দলের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে মাশরাফী-তামিমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। তাদের মধ্যে ঠিক কী আলাপ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাপন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, দেশের ক্রিকেটের বাজে পারফরম্যান্স নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন। আলোচনার কথা বললেও পাপন পাশে দাঁড়ান দেশের ক্রিকেটারদের। আইসিসির ইভেন্ট হোক কিংবা দ্বিপক্ষীয় সিরিজ, দল খারাপ খেললেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা সমালোচনামুখর হয়ে ওঠেন। দলের পাশাপাশি তীব্র সমালোচনার মুখে পড়েন ক্রিকেটাররা। এ বিষয়টি একদমই ভালো লাগে না পাপনের। এর পেছনের কারণও বোঝেন না বলে মন্তব্য করেন বিসিবি বস।




Leave a Reply

Your email address will not be published.