সমাজের আলো:আদালতে আত্মসমর্পণ করার পর দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাছির উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এ আত্মসমর্পণ করেন তিনি। এসময় বিচারক এসএম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় তিন বছর দণ্ডপ্রাপ্ত তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গত ২৭শে অক্টোবর একই আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনিও কারাগারে আছেন। গত বছর ১৯শে নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে বিচারিক আদালতে দুটি অভিযোগে দেওয়া ১০ ও ৩ বছর এবং তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদ-সহ অর্থদ- বহাল রাখেন হাইকোর্ট। এ বিষয়ে তাদের করা আপিল খারিজ করে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায় বিশেষ জজ আদালত ঢাকা-২ যে দিন পাবেন সেদিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.