সমাজের আলো : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, একটি জিনিস দেশবাসীকে ভাবিয়ে তুলেছে, তা হলো দেশে নাকি ২০০০ এর বেশি মুক্তিযোদ্ধা আছেন যাদের বয়স ৫০ বছর, আর স্বাধীনতারও ৫০ বছর। এটা কীভাবে সম্ভব! মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা বন্ধ করতে হবে। পারলে প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু বঞ্চিত, তাদের তালিকা করুন।গতকাল পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের নবনির্বাচিত দায়িত্বশীলদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখেন আব্দুর রহমান, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.