সমাজের আলো : মুজিব বর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালী ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে তিন শত হতদরিদ্রদের মাঝে কম্বল, স্বাস্থ সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কম্বল বিতরন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, খুলনার সুন্দরবন সদর দপ্তরের পিএসসি রেজিমেন্ট অধিনায়ক লে. কর্ণেল হাসান মাহমুদ, উপ অধিনায়ক মেজর মো. জসীম উদ্দীন, সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের ২১ বিএনসিসি ব্যাটালিয়ন অধিনায়ক ক্যাপ্টেন এছাহক আলী, সেকেন্ড লে. প্লাটুন কমান্ডার মো. ছানোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা সেবা সপ্তাহ কাম্পিং এ বৈশি^ক মহামারী করোনা পরিস্থিতিতে জসগনকে সচেতন করার লক্ষ্যে র‌্যালী, মাস্ক, লিফলেট বিতরনসহ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *