সমাজের আলো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাত নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১১ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার বেলা ১১ঃ০০ টায় ইউপি পরিষদের প্রধান ফটোকে দাঁড়িয়ে সাধারণ জনগণকে অবহিত করার উদ্দেশ্যে লিখিত বক্তব্যে পাঠ করে তারা এই অবস্থা প্রস্তাবের কারণ উল্লেখ করেন। লিখিত অনাস্থা প্রস্তাবটি পাঠ করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের নং ৬ওয়ার্ডের ইউপি মেম্বার জিয়া ঊর রহমান

এ সময় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের দুজন সদস্য সহ মোট এগারো জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তারা লিখিত বক্তব্যে জানান চেয়ারম্যান অসীম কুমার মৃধার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার কারণে তারা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সাধারণ জনগণের জবাবদিহিতামূলক কাজকর্ম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ,সাধারণ মানুষের সুখ সুবিধা নিয়ে কথা বলতে গেলেও তিনি নানা অজুহাতে এসব এড়িয়ে ইউ পি সদস্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করারও অভিযোগ আনেন তারা। তারা বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ।আমাদের স্থানীয় জনসাধারণের জবাবদিহি মূলক কর্মকাণ্ড পরিচালনা করার দায়িত্ব রয়েছে ।সেখানে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা কোন প্রকার সহযোগিতা না করে দীর্ঘদিন ধরে আমাদের সাধারণ জনগণের কাছে নানা অজুহাতে হেয় প্রতিপন্ন করে আসছেন। তারা আরো উল্লেখ করেন এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে সদস্যগণ একত্রিত হয়ে চেয়ারম্যান বাবুর সাথে বৈঠক করার আবেদন জানালেও তিনি বিভিন্ন অজুহাতে এবং ইচ্ছাকৃতভাবে তাদের সাথে কোন মত বিনিময় না করে তাদেরকে বিভিন্ন জনকল্যাণকর কাছ থেকে বিরত রেখেছেন। ফলে তারা সাধারণ জনগণের জবাবদিহিতামূলক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় নানা ভাবে অপমানিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সকল বিষয় নিয়ে ভুক্তভোগী ইউপি মেম্বারগণ আজ রোববার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মানববন্ধসহ বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করবেন বলেও স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচি শেষে ইউপি মেম্বারগন সাতক্ষীরা জেলা প্রশাসক,স্থানীয় সরকার প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনাস্থা প্রস্তাবপত্রটি বিভিন্ন দপ্তরে পেশ করবেন বলে সাংবাদিকদের জানান। তারা আরো জানান বড় আশা করে স্থানীয়দের ভোটে জন প্রতিনিধি হয়েছিলাম কিন্তু চেয়ারম্যান অসীম কুমার মৃধার অন্যায় অত্যাচার ও একগুয়েমির কারণে আমরা সকল প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হচ্ছি এবং সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা করতে না পারায় আমরা এলাকায় মুখ দেখাতে পারছি না। সুতরাং একজন জন প্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করতে না পারাটা অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক বটে। তাঁরা এই অনস্থা প্রস্তাবটি গ্রহণপূর্বক জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ সকল মহলের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।সাথে সাথে স্থানীয় এলাকাবাসীর সর্বাত্মক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী ইউপি মেম্বারগণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *