সমাজের আলো : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে বুধবার বিকাল ৪টায় বাজার কমিটির উদ্যোগে কম ওজনের ৯১টি বাটখারা উদ্ধার করা হয়েছে।গ্যারেজ বাজারে দীর্ঘদিন থেকে সবজি ও মাছ ব্যবসায়ীদের মধ্যে একটি বড় ধরনের সিন্ডিকেট কম ওজনের বাটখারা ব্যবহার করে ক্রেতাদের ঠকাচ্ছিল। বিষয়টি বাজার কমিটি জানতে পেরে বুধবার বাজার চলাকালীন ভ্রাম্যমাণ সবজি ও মাছের বাজারে একাধিক দোকানে চেক করলে কম ওজনের ৯১টি বাটখারা পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটারি আব্দুর রব গায়েন, বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সদস্যবৃন্দ। নিয়মিত ক্রেতা মহসিন আলম, জিয়াউর রহমান, অনিমেষ সরদার, মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে এই গ্যারেজ বাজার সপ্তাহে দুই দিন বাজার বসে। প্রতি সপ্তাহে এই ব্যবসায়ীরা ক্রেতাদের প্রচুর ঠকিয়ে যাচ্ছে। আমরা মনে করি, বাজারে ডিজিটাল পরিমাপ যন্ত্রের মাধ্যমে ক্রেতা অধিকার নিশ্চিত করে সঠিক ওজন প্রদান করা উচিত।




Leave a Reply

Your email address will not be published.