রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের শহীদ গাজীর বসত বাড়িতে দুইটি বিষাক্ত পদ্মগোখরা সাপ ধরা হয়েছে। সাপ দুটি প্রায় ৪-৫ ফিট করে লম্বা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপ দুটি শহীদ গাজীর বসতভিটায় সঙ্ক লগে।
শহীদ গাজী সাপ দুটি দেখতে পেয়ে কৌশলে একটি সাপ আটকাতে সক্ষম হয়, আরেকটি সাপ তার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।পালিয়ে যাওয়া সাপটি ধরার জন্য, আটকানো সাপটির মাজায় দড়ি বেঁধে শঙ্খ লাগা স্থানে রেখে দেয়, পরবর্তীতে পালিয়ে যাওয়া সাপটি বেঁধে রাখা সাপের পাশে চলে আসে,আর উৎপেতে বসে থাকা শহীদ গাজী সাপটি মারার জন্য কাছে যাবার আগেই সাপটি তার গর্তের মধ্যে চলে যায়, শহীদ গাজি আর কাল বিলম্ব না করে ওই গর্ত খুঁড়ে পালিয়ে যাওয়া সাপটি আটকাতে সক্ষম হয়। জীবিত সাপ দুটির মাজায় দড়ি বেঁধে কুলতলী ঘানি মরে নিয়ে আসে।
এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় জীবিত সাপ দু’টি দেখার জন্য এলাকাবাসী সহ পাশের গ্রামের লোকজন ও পথচারীদের হিড়িক পড়ে যায়। শহীদ গাজীর সাহস ও সাপ ধরা কলাকৌশলকে সাধুবাদ জানায় উৎসুক এলাকাবাসী ও পথচারী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *