সমাজের আলো: শ্যামনগরের মুন্সীগঞ্জে মৎস্য চাষীদের সরকারি অনুদান প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার পেতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। অভিযোগ, ঘূর্ণিঝড় বুলবুল, আম্পান ও মহামারী করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে প্রকৃত মৎস্য চাষীদের তালিকা তৈরির কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই তালিকা প্রণয়নের কথা থাকলেও শ্যামনগরে জনপ্রতিনিধিদের করা প্রকৃত মৎস্য চাষীদের তালিকা বাদ দিয়ে মৎস্য কর্মকর্তা তার সহকারী বিশ^জিৎ সরদার বাপ্পীর মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তালিকা প্রণয়ন করে অনুদানের টাকা বিতরণ করেছেন। এই তালিকায় যাদের মৎস্য ঘের নেই তাদেরও অন্তর্ভুক্ত করে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। ফলে সরকারের ভাবমূর্তি নষ্টসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সামাজিকভাবে হেয় হয়েছেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, মুন্সীগঞ্জের পশ্চিম ধানখালির কেশব জোয়ারদার, রামপ্রসাদ, হরিনগরেন জগদিশ, সামছুল, উত্তর কদমতলার আমেনা বেগমসহ আরো একাধিক ব্যক্তিকে এই অনুদান দেওয়া হয়েছে। যদিও তারা মৎস্য চাষের সাথে জড়িত না। অন্যদিকে, মৎস্য চাষী মজিবুর, মজাহার, আজিজুর রহমানসহ অনেকে বলেন, কাগজ পত্রসহ সব কিছু জমা দিয়েছি এবং কিন্তু আমরা টাকা পায়নি। শুনলাম যাদের ঘের নেই তারা টাকা পেয়েছে। এ বিষয় মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, মৎস্য অফিসার নিজের ইচ্ছা মত প্রকৃত মৎস্য চাষীদের বাদ দিয়ে যারা মৎস্য চাষের সাথে জড়িত না তাদেরকে মোটা অংকের অর্থের বিনিময়ে তালিকা ভুক্ত করে টাকা দিয়েছে। অভিযোগের বিষয়ে শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো সম্পন্ন মিথ্যা। স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সঠিকভাবে তালিকা করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়ে আমার অফিসের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা মৎস্য চাষের সাথে জড়িত না, কিন্তু টাকা নিয়েছে, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.