সমাজের আলো : কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যা কানাডায় এক মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। মুসলিম হওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই পরিবারের একজন সদস্য হামলা থেকে বেঁচে গেছে। ৯ বছর বয়সী ওই শিশু এখন হাসপাতালে।তার অবস্থাও আশঙ্কাজনক।কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, রবিবার ওই পূর্বপরিকল্পিত হামলার ঘটনা ঘটে।হামলায় নিহতদের মধ্যে দুজন নারী। একজনের বয়স ৭৪ বছর, অপরজনের ৪৪। এছাড়া ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ১৫ বছরের এক কিশোরীও নিহত হয়েছে। নিহতদের পরিবারের অনুরোধে কারোর নামই প্রকাশ করেনি পুলিশ।কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী এক কানাডিয়ানের বিরুদ্ধে চারজনকে হত্যা ও আরেকজনকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।অভিযুক্তের নাম নাথানিয়াল ভেল্টম্যান। তিনি অন্টারিও’র লন্ডন শহরের বাসিন্দা। হামলার পর ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরের একটি বিপণিবিতান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, পূর্ব-পরিকল্পিতভাবে ট্রাক চালিয়ে ওই পরিবারটির সবাইকে হত্যা করতে চেয়েছিল খুনি। স্থানীয় পুলিশ কর্মকর্তা পল ওয়েট জানিয়েছেন, মুসলিম হওয়ায় তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.