ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ মৃ্ত্যু না ঘটা পর্যন্ত সংস্কারের জন্য কতৃপক্ষের নজরে আসবে না মনে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে সবাই কিন্তু চলাচল করে,তবে কারো নজরে আসে না। এর আগে স্থানীয় যুব সমাজ সোস্যাল মিডিয়ায় প্রচার করলেও করো নজরে পড়েনি। সাতক্ষীরার আকর্ষন সড়ক পথে সুন্দরবন। বাংলাদেশের বিরাট সম্ভাবনাময় পর্যটক এলাকা মধ্যে সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনী অন্যতম। মুন্সিগঞ্জ বাজার হইতে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার ও নীলডুমুর, কলাগাছি সহ সুন্দরবনের বিশেষ আকর্ষনীয় স্থানে যাতায়াতের জন্য রাস্তা টি ব্যবহার হলেও প্রায় দূর্ঘটনা ঘটছে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় হইতে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এর মধ্যেবর্তী মেইন রাস্তাটি খুবই খারাপ। বিশেষ করে বুড়িগোয়ালিনী ইনিয়ন পরিষদের ২নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য মরহুম আতিয়া রহমান গাইনের বাড়ির সামনে এবং র্যাব ৬ ক্যাম্পএর পশ্চিম পার্শ্বের মেইন রাস্তাটি খুব খারাপ অবস্থা সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে মৃত্যুরমত দূর্ঘটনা। স্থানীয় ভাবে জানা যায় প্রতিনিয়ত খারাপ স্থাটিতে ঘটছে দূর্ঘটনা, কিছু দিন আগে খারাপ স্থানটিতে দূর্ঘটনা কবলে পড়ে এক জন ব্যক্তি মারাত্বক আঘাত পেয়ে খুলনা ২৫০ বেডে ভর্তি হয়ে এযাত্রায় মৃ্ত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল, গত ৫-৬ দিন আগে মালামাল সহ একটি ভ্যান পড়ে যায়, আর আজও একটি ভ্যান ভেঙে পড়ে গেলে চালক আঘাত প্রাপ্ত হয়। উক্ত রাস্তাটি অতি দ্রুত মেরামতের জন্য জনপ্রতিনিধি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। # জনপ্রতিনিধি এবং যথাযথা কর্তৃপক্ষ সংস্কার না করলে এলাকাবাসী সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সুদৃষ্টি কামনা করছে।




Leave a Reply

Your email address will not be published.