সমাজের আলো : মৃত্যুর কাছ থেকে ফিরে নতুন জীবনে দুঃসহ স্মৃতি ভুলতে চায় সবাই। কিন্তু কিছু স্মৃতি আছে যা বয়ে বেড়াতে হয় সারাজীবন। তেমনি বিভীষিকাময় স্মৃতি আরও দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন সাভারের মাহবুবা পারভীন। ১৮শ’ স্পিন্টারে ক্ষতবিক্ষত শরীরের ব্যথা বয়ে চলেছেন ১৭টি বছর ধরে। কষ্টের স্মৃতি হাতড়ে বলছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় রক্তস্রোত থেকে তার বেঁচে ফেরার কথা। মৃত ভেবে মেডিক্যালের মর্গে ৬ ঘণ্টা ফেলে রাখার পর হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে ৭২ ঘণ্টা লড়েছেন। তারপর জীবন পেয়েছেন ঠিকই, তবে তা দুঃস্বপ্নের। ২০০৪ সালের ওই গ্রেনেড হামলায় গুরুতর আহত আওয়ামী লীগের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের পাশে যে তিনজন নারীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, পারভীন ছিলেন তাদেরই একজন। আইভি রহমান কদিন পর হাসপাতালে মারা যান। পারভীনের মতো আরও অনেকে প্রাণে বেঁচে গেলেও যাপন করছেন এক যন্ত্রণাময় জীবন। ২১ আগস্টের নারকীয় ওই হামলার ১৭তম বার্ষিকী আগামীকাল শনিবার। এর আগে আমাদের সময়ের সঙ্গে কথা বলেন মাহবুবা পারভীন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *