সমাজের আলো : দারুণ বোলিংয়ে শেখ মেহেদির দ্বিতীয় শিকারে পরিণত শিমরন হেটমায়ার। ছক্কা হাঁকানোর চেষ্টায় লং অফে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন হেটমায়ার ৭ বলে ৯ রান । এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৩ রান। রসটন চেজ ১৬ বলে ১১ ও কাইরন পোলার্ড অপরাজিত রয়েছেন ০ রানে।

গেইলকে ডানা মেলতে দিলেন না মেহেদি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস গেইলের। স্বঘোষিত ‘ইউনিভার্স বস’কে ডানা মেলতে দেননি শেখ মেহেদি। এই অফস্পিনারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন গেইল (১০ বলে ৪ রান)।ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লুইসকে ফেরালেন মোস্তাফিজ ব্যক্তিগত প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের শেষ বলে এভিন লুইসকে (৯ বলে ৬ রান) ফেরান তিনি।টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৭ আসরে ক্যারিবিয়ানদের হারিয়েছিল বাংলাদেশ।




Leave a Reply

Your email address will not be published.