সমাজের আলো: তিন চাকার যানবাহনে ধরপাকড় চালাচ্ছিল বিআরটিএ; সেই অভিযান দেখে পালাতে গিয়ে পিকআপ ভ্যানে চাপায় প্রাণ হারিয়েছে রিকশা চালক। আর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে রয়েছেন যাত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ের ফুটওভার ব্রিজের সামনে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত রিকশা চালকের নাম ইয়াসিন (৩৮)। সে ডেমরার আমলিয়া থাকতেন। আহত ব্যক্তির নাম আশরাফুল (৩২)। স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যানের উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ও মাদানীনগর মাদ্রাসার সামনে পৃথক দু’টি অভিযান পরিচালনা করছিল। সানারপাড়ে বিআরটিএ’র হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারের নেতৃত্বে অভিযানে থাকা লোকজন রিকশাটিকে আটক করতে চাইছিল। এ সময় দ্রুত গতিতে ঘুরাতে গিয়ে পিকআপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় রিকশা চালক ইয়াসিন মিয়ার। এ ঘটনায় আরও একজন আহত রয়েছে। অভিযানে নারায়ণগঞ্জ বিআরটিএ দায়িত্ব ছিলেন সহকারী মটরযান পরিদর্শক মো. ফারদিন। তবে ঘটনার পরপরই অভিযান গুটিয়ে নেয় বিআরটিএ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বাবুল বলেন, ‘ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় রিকশার সাথে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। তার লাশ হাসপাতালে রয়েছে। অপরজন গুরুতর আহত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নেয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.