সমাজের আলো : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয়ে মহাসড়কে চাঁদাবাজির সময় ধরা পড়েছেন দুই যুবক। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তারা হলেন নবীনগর উপজেলার বড়াইল এলাকার রাকিব মিয়া (৩০) ও আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার জাহিদ হাসান (২৭)।পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পেট্রলপাম্প সংলগ্ন রেলগেট এলাকায় একটি নীল রঙের মোটরসাইকেল ও আরেকটি গাড়ির সঙ্গে আড়াআড়িভাবে রেখে কলাবোঝাই পিকআপ গতিরোধ করেন দুই যুবক। এ সময় রাকিব নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাহিদ নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেন।ওই পিকআপে অবৈধ মালামাল আছে দাবি করে ২০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা না দিলে গাড়ি আটকে মামলা দেওয়াসহ চালক ও ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে তাদের ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে পিকআপে থাকা কলা ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার রহিম মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুপুরে আদালতে পাঠালে বিকালে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *