যশোর অফিস রাজশাহীতে কর্মরত এক র‌্যাব সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছে তার স্ত্রী। মঙ্গলবার যশোর আদালতে মামলাটি করেন। নতুন খয়েরতলা এলাকার আব্দুর রাজ্জাকের কন্যা। নারী ঐ পুলিশ সদস্য রেখা খাতুনের অভিযোগ আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামীর প্রতি সমন জারি করেন। আসামী বেলাল আহম্মেদ, কুড়িগ্রাম জেলার দক্ষিন ছোট গোপালপুর গ্রামের ওসমান গণি মাস্টারের ছেলে। তিনি বিমান বাহিনীর কর্পোরাল ও বর্তমানে রাজশাহী র‌্যাব-৫ এ কর্মরত আছেন। মামলার এজাহারে বাদী জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর আসামীর সাথে বাদীর ৬লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর বাদীর গর্ভে সন্তান আসলে আসামী জোড় পূর্বক সে বাচ্চা নষ্ট করে দেয়।এরপর আসামী জমি কেনার কথা বলে বাদীর কাছ থেকে তার বেতনের সিংহ ভাগ টাকায় ব্যায় করেন। গত ছয়মাস আগে কুড়িগ্রামে জমি কেনার দোহায় দিয়ে ১২ লাখ টাকা যৌতুক দাবি করেন বেলাল। টাকা না পেয়ে রেখার উপর অত্যাচার শুরু করে বেলাল।সর্বশেষ গত ১১ অক্টোবর বেলাল যশোরে বাদীর বাড়িতে আসেন। এবং ১২ লাখ টাকা যৌতুক ছাড়া সংসার করবেনা বলে জানান। একই সাথে তালাক প্রদানের হুমক




Leave a Reply

Your email address will not be published.