যশোর অফিস : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালীটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে র‌্যালীটি। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, প্রোগ্রাম অফিসার সাইফুদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, মনোয়ারা বেগম প্রমুখ। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থসামাজিক উন্নয়নে ১১শ’ ২০টি সহযোগী সংস্থার মাধ্যমে বাংলাদেশে কাজ করছে এনজিও ফাউন্ডেশন। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও স্তরের সুবিধাভোগীদের মাঝে ১৫৯ কোটি ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। যার প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগীর সংখ্যা ৯৯ লাখ ১২ হাজার। তাদের মধ্যে ৬১ লাখ ৬২ হাজার নারী ও ৩৭ লাখ ৫০ হাজার পুরুষ রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.