যশোর অফিস : টানা পাঁচদিন শূণ্য থাকার পর যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র ২ জন। নমুনা বিবেচনায় যার শনাক্তের হার ৩ দশমিক ৬ শতাংশ। শুক্রবার যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. রেহেনেওয়াজ রনি জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে অভয়নগরে একজন ও ঝিকরগাছায় একজন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ২১ হাজার ৬৩০ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৫ জন। আর মারা গেছেন ৪৯২ জন। এদিকে যশোর সদর হাসপাতালের রেড জোনে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছেন ১৪ এবং ইয়েলো জোনে ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি চারজন ও ইয়েলো জোনে ছয়জন ভর্তি হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.