সমাজের আলো : যশোরের ঝিকরগাছার নাভারণ বাজারের একটি ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-২১৭৩) উদ্ধার করেছে পুলিশ। এই ট্রাক চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আকাশ (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। আকাশ ঝিকরগাছা উপজেলার নাভারণ গোডাউন কলোনী দক্ষিণপাড়ার মোহাম্মদ শিমুলের ছেলে। ট্রাক মালিক বেনাপোল পোর্ট থানাস্থ ভবেরবেড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫) জানিয়েছেন, তিনি বর্তমানে যশোর শহরের লালদিঘীরপাড়স্থ ক্যাপ্টেন শরীফের কলোতান ভবনে ভাড়া থাকেন। তার মালিকানাধীন ট্রাকটি চালাতেন ঝিকরগাছার কলাগাছি মাঝেরপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মন্টু হোসেন (২৪)। চালক মন্টু গত বুধবার বেলা ১২টার দিকে ট্রাকটি নাভারণ বাজারের মেসার্স শাহাজান অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে রেখে বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে পৌনে ৫টার দিকে ফিলিং স্টেশন ম্যানেজার তুহিন মোবাইল করে জানান, ট্রাকটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে তিনি ট্রাক চুরির সংবাদটি কোতয়ালি থানা পুলিশকে অবহিত করেন। পরে কোতয়ালি থানার এসআই সেকেন্দার আবু জাফর পুরাতন কসবা ঘোষপাড়া ঢাকা রোডের মতিয়ারের চায়ের দোকানের সামনে থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করেন। এবং ট্রাকের কাছ থেকে আকাশকে আটক করেন। আকাশ ট্রাক চুরির কথা স্বীকার করে। সে সময় স্থানীয় লোকজন ট্রাক চুরির অপরাধে আকাশকে মারপিট করে। পরে তাকে থানায় নিয়ে বিকেলে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *