সমাজের আলো : মেসেঞ্জারের ছবি পুঁজি করে কলেজপড়ুয়া ষষ্টীতলার এক কিশোরী ও তার পরিবারকে নানা ধরণের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে কেশবপুরের সৌমিক বসু নামে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তোভোগি নারী যশোর কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন । যার নং-১২৯২।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, দুই বছর পূর্বে ফেসবুকে কেশবপুরের ডোংগাঘাটা গ্রামের রিপন দাসের ছেলে সৌমিক বসুর সাথে তার পরিচয় হয়। একসময় যুবকের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। প্রাপ্তবয়স্ক হলে সৌমিক দাসের তার বিয়ে হবে বলেও কথাবার্তা ঠিক হয়। কিন্তু পরবর্তীতে জানতে পারেন সৌমিক মাদকাসক্ত ও বিভিন্ন নারীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ কারণে তাকে আর বিয়ে করবেনা বলে যোগাযোগ বন্ধ করে দেয় মেয়েটি। ক্ষিপ্ত হয়ে সৌমিক বসু মেয়ে ও তার মামার মোবাইল নম্বরে ফোন করে নানা ধরণের হুমকি প্রদান করে। গত ২২ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির সামনে যুুবকের সাথে মেয়ের দেখা হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও অপহরণের হুমকি দেয়। এরপর ২৫ অক্টোবর মেয়েটির নামে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখানে মেয়ের ছবি ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে নেটে ভাইরাল করবে বলে ফোনে জানায় সৌমিক দাস। যুবকটি যেকোন সময় নেটে তার ছবির সাথে আপত্তিকর ছবি সংযুক্ত করে মেয়ের পরিবারকে লোকজনের কাছে হেয় পতিপন্ন ও ক্ষতিসাধাণ করতে পারে বলে অভিযোগ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *