যশোর অফিস : ফেসবুকে ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় অসম্প্রাদায়িক কথাসহ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয় নিয়ে লেখালেখির কারণে হত্যার হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে কোতোয়ালি জিডি করেছেন সাহিত্যিক ও কলামিষ্ট কাজী মাসুদুর রহমান। তিনি উপশহর সি ব্লক এলাকার মৃত কাজী রশিদ উল্লাহ’র ছেলে। গত শুক্রবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি বিভিন্ন মিডিয়ায় ও নিজস্ব ফেসবুক পেজে অসম্প্রাদায়িক কথাসহ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর কলাম লেখেন। তার জেরে গত ২৯ এপ্রিল বিকাল ৩টা ৪৫ মিনিটে এমডি তারেক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে তার ফেসবুক ম্যাসেঞ্জারে কল করেন। প্রথমেই এসব লেখালেখি কেন করেন বলে জানতে চান। এধরণের লেখালেখি করা যাবেনা বলেন। কথা না শুনলে হত্যার হুমকি দেয়া হয়। এমতাবস্তায় কাজী মাসুদুর রহমান ফেসবুক পেজ হ্যাক ও জঙ্গী হামলার আশংকা করছেন বলে জিডিতে উল্লেখ করেন। মাসুদ সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা একাত্তরের জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক।




Leave a Reply

Your email address will not be published.