যশোর প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। শনিবার সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এই মানববন্ধন হয়। যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান মানববন্ধনে সভাপতিত্ব করেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক , সিভিল সার্জন অফিস যশোর এলজিইডি,যশোর সড়ক বিভাগ, গনপুর্ত বিভাগ, যশোর শিক্ষা প্রকৌশল অধিদ্প্তর জনস্বাস্হ্য অধিদপ্তর, যশোর স্বাস্হ্য প্রকৌশলীর কার্যালয়, পৌরসভা, যশোর জেলা পরিষদ, সামাজিক বনবিভাগসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা। মানববন্ধনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত এতো বড় মাপের নেতা পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। পৃথিবীর প্রায় সব দেশ তাদের জাতির জনকের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে। তারা বলেন, মহান নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করে ভুল বুঝাচ্ছেন কিছু লোক। দেশের স্বার্থে এদের প্রতিহত করতে এবং জাতির জনকের পূর্ণ মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *