যশোর অফিস  : যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আল-মামুন আকুঞ্জি হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থি রিপন ফকিরকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। গত বুধবার দুপুরে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফেংয়ে হত্যার নেপথ্যের কারণ বর্ণনা করেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এছাড়া পরে আটক রিপন ফকিরকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলার সাক্ষী মাসুম আকুঞ্জিও আদালতে জবানবন্দি প্রদান করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন। পুলিশ সুপার সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়, শুভরাড়া গ্রামের মৃত আব্দুল গফুর ফকিরের ছেলে রিপন ফকির নিউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। নিহত আল-মামুন আকুঞ্জির ভাই আরমান আকুঞ্জিও এক সময় তার সাথে নানা অপরাধমূলক কর্মকান্ডে সাথে জড়িত ছিলেন। কিন্তু পরে দুজনে আলাদা হয়ে যান। অপরদিকে রিপন ফকির নিহত আল-মামুনের চাচি বেবি বেগমের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি বেবি বেগমকে বিয়ে করেন। পরে তাকে ভারতে নিয়ে দুজনে সেখানে বসবাস করতে থাকেন। এরপর আবার রিপন ফকির ভারত থেকে দেশে চলে আসেন। তবে মায়ের সাথে রিপন ফকিরের সম্পর্ক মেনে নিতে পারেননি বেবি বেগমের ছেলে মাসুম আকুঞ্জি। রিপন আকুঞ্জির প্রতি তার ক্ষোভ ছিলো। বিষয়টি জানতে পেরে রিপন ফকির এক সময় দলবল নিয়ে খুলনার ফুলতলা থেকে একবার মাসুম আকুঞ্জিকে তুলে আনতে গিয়েছিলেন। তবে সেই মিশন সফল হয়নি। ব্রিফিংয়ে বলা হয়, রিপন ফকিরের সাথে বিরোধের বিষয়টি এক পর্যায়ে চাচাতোভাই আল-মামুন আকুঞ্জিকে জানান মাসুম আকুঞ্জি। এ সময় আল-মামুন আকুঞ্জি এ বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা জানান। কিন্তু এরই মধ্যে মাহাবুব নামে এক সহযোগী রিপন ফকিরের কাছে গিয়ে উল্টো তাকে জানান যে, মাসুম আকুঞ্জি হত্যার পরিকল্পনা করেছেন। বিষয়টি সত্য ভেবে গত ১৭ অক্টোবর বিকেলে শুভরাড়া গ্রামের সোহান মোল্যার বাড়ির সামনে মাসুম আকুঞ্জি ও আল-মামুন আকুঞ্জির ওপর দলবল নিয়ে চড়াও হন রিপন ফকির। এ সময় আল-মামুন তাকে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি বিষয়টি মীমাংসা করে দিতে চান। তবে তার কথায় বিশ্বাস না করে মাসুম আকুঞ্জিকে লক্ষ্য করে গুলি করেন রিপন ফকির। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি আল-মামুন আকুঞ্জির গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে আল-মামুন আকুঞ্জিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্ত চরমপন্থি রিপন ফকিরকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে শুভরাড়া থেকে দুটি পাইপগান, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি ও ৪টি ককটেল উদ্ধার করে। পুলিশ জানায়, আটক রিপন ফকিরকে পরে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে রিপন ফকির আদালতে বলেছেন, তিনি মাসুম আকুঞ্জির মা বেবি বেগমকে বিয়ে করেন। এ জন্য তাকে হত্যার পরিকল্পনা করেন মাসুম আকুঞ্জি। তাকে ধরিয়ে দিতে তার ফুফাতোভাই মাহাবুবকে ৫০ হাজার টাকা দিতে চেয়েছিলেন মাসুম আকুঞ্জি। তবে মাহাবুব ঘটনাটি তার কাছে ফাঁস করে দেন। এ ঘটনার পর তিনি এবং তার সহযোগী বিল্লালসহ কয়েকজন পানের বরজের ভেতরে মাটিতে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র তুলে ঘটনার দিন মাসুম আকুঞ্জিকে খুঁজতে যান। পথে মাসুম আকুঞ্জি ও আল-মামুন আকুঞ্জির সাথে তাদের দেখা হয়ে যায়। তার কাছে অস্ত্র দেখতে পেয়ে মাসুম আকুঞ্জি তাকে উদ্দেশ্য করে বলেন, গুলি করার ক্ষমতা নেই তোমার। এই কথা শুনে তিনি আল-মামুন আকুঞ্জি বুকে গুলি করেন। পরে তারা সেখান থেকে চলে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *