যশোর অফিস : যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে বাচ্চু মিয়া একই পরিবারের ৪জনের নামে মামলাটি করেন।আসামিরা হলো, রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৪), সপিল (৪২), আপিল (৫০) এবং আপিলের ছেলে ছাবিত (১৯)।
এজাহারে বাচ্চু মিয়া উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আমিন নিয়ে তিনি তার জমি মাপার কাজ করছিলেন। এ সময় আসামিরা তাদের বাড়িতে ঢোকে এবং গালিগালাজ করতে থাকে। তিনি নিশেধ করলে আসামিরা তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারপিটে জখম করে। এ সময় তার মা সুফিয়া বেগম (৫২) এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। তার পরনের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। তার মায়ের গলায় থাকা ৫৫ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার জামার পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়। পরে হুমকি দিয়ে চলে যায়। এরপর আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।




Leave a Reply

Your email address will not be published.