যশোর অফিস : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে এক যুবকে পাচার করে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী মেহেদী হাসান হৃদয়ের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে এ মামলা করেন। বিচারক গোলাম কবীর অভিযোগ আমালে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, অভয়নগর উপজেলার মশরহাটি ভাঙ্গাগেট এলাকার মৃত মুন্নাফের ছেলে মোসলেম, মোসলেমের স্ত্রী নাসরিন সুলতানা, গোলাম হোসেনের ছেলে জিহাদ কামাল জিতু ও লিপি রাণী।
মামলায় উল্লেখ করা হয়, মেহেদী হাসান হৃদয়ের ইরাকে চাকরি দেয়ার কথা বলে ২০ এপ্রিল আসামিরা বাদীর পিতার বাড়িতে এসে সাড়ে তিন লাখা টাকা ও পাসপোর্ট নেয়। এরপর ৮ মে ইরাকে যাওয়ার কথা বলে হৃদয়কে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যায় ইরাক ফেরত মোসলেম। এরপর ফোনে মোসলেমের সাথে কথা বললে সব স্বাভাবিক আছে বলে জানায়। কিন্তু পরবর্তীতে মোসলেম ও নাসরিন তাদের বাড়িতে এসে বলে, কাজীপাড়ার কচুয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে দুবাই প্রবাসী সোহেল ভুক্তভোগী হৃদয়কে দুবাইয়ে জিম্মি করে আটকে রেখেছে। উদ্ধারে টাকা লাগবে জানালে সুমাইয়ার মা ২৫ মে আসামি লিপি বেগমের নারায়নপুর সোনালী ব্যাংক শাখায় এক লাখ টাকা পাঠান। পরে মোসলেম আবারও এসে জানায় তাকে উদ্ধারে আরও আড়াই লাখ টাকা লাগবে। গত ২১ জুন আসামি নাসরিন সুলতানার হিসাব নম্বরে আড়াই লাখ টাকা টাকা পাঠান তারা। টাকা পাঠানোর তিনদিনের মধ্যে স্বামীর সাথে কথা বলা যাবে বলেও আসামিরা কোনো খবর দিতে পারেনি। পরে মোসলেম ও লিপি বেগমের বাড়িতে গিয়ে তাদের কোন খোঁজ মেলেনি। গত ২০ জুলাই সকাল ১০টায় আসামিরা আবারও টাকার জন্যে আসে। স্বাক্ষীদের উপস্থিতি ভিকটিমের কথা জিজ্ঞাসা করলে তাদের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। একপর্যায়ে তারা সুকৌশলে পালিয়ে যায়। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েও হৃদয়ে সন্ধান পাওয়া না পেয়ে স্ত্রী সুমাইয়া বাধ্য হয়ে আদালতে মামলা করে স্বামীর সন্ধান চেয়েছেন সুমাইয়া ইয়াসমিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *