যশোর অফিস যশোর শহরের খড়কীতে চিহ্নিত সন্ত্রাসী আকতারুজ্জামান ডিকুর (৩২) নামে মামলা হয়েছে । এই নিয়ে তার বিরুদ্ধে ২২ টি মামলা হয়েছে যশোর কোতয়ালি থানায়। গত বুধবার শহরের খড়কীতে তিনজনকে কুপিয়ে জখম এবং মারপিটের ঘটনায় মামলা হয়। ডিকু ছাড়াও এই মামলায় আরো ৭জন আসামি হয়েছে। ডিকু ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং চিহুিত সন্ত্রাসী। এছাড়া মামলায় অন্য আসামিরা হচ্ছে , ডিকুর ভাই জিসান (২১), খড়কী বামনপাড়ার আব্দুল জলিলের ছেলে শামীম (২১), ওই এলাকার শুভ (৪০) ও তার স্ত্রী রুনা (৩৫), আব্দুল খালেকের মেয়ে রুবিনা (২২), ছেলে রুহুল আমিন (২৬) এবং ছোট আল আমিন (২৮)। এদিকে বুধবারে ঘটনায় খড়কী মধ্যপাড়ার লোকজন গত বৃস্পতিবার বিক্ষোভ করেছে । তারা সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে। পরে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ডিকু দিনের পর দিন তাদের ওপর নানাভাবে অত্যাচার করে আসছে। কোন কারণ ছাড়া সে রেলের জমিতে বসবাসকারী লোকজনকে মারপিট করে। রেলের জমি থেকে উচ্ছেদ করে ওই জমি নিজের দখলে নিতে চায়। ইতোমধ্যে সে দুইটি পুকুরের দখল নিয়েছে। অনেক জমিও নিজের কব্জায় রেখেছে। তার বিরুদ্ধে কথা বলা কোন সাহস পায় না। প্রতিবাদ করলে মারপিট করে হত্যার হুমকি দেয়া হয়। ডিকুর তিন বোন ও এক ভাই বাড়িতে গিয়ে লোকজনকে গালিগালাজ করে থাকে। মারপিটের হুমকি দেয়। ডিকু সরকারি দলের নাম ভাঙ্গীয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে চলেছে। একচ্ছত্র অধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্রের ব্যবসা, খুন, জখম, ছিনতাই ডাকাতি, মারামারিসহ নানা অপরাধ করে বেড়াচ্ছে। তাকে দ্রুত আটক করে আইনের মাধ্যমে শাস্তি দেয়ার দাবি জানান ওই এলাকার লোকজন। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ, শিশু অংশ নেয়। খড়কী মধ্যপাড়া রেলের জমিতে বসবাসকারী আলমের স্ত্রী রোকসানা (৩৫) দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, রেলের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে ডিকু ও তার বাহিনীর লোকজনের সাথে বিরোধ চলে আসছে। সে কারণে তার স্বামী আলমকে প্রায় সময় হত্যার হুমকি দেয় ডিকু। গত বুধবার বিকেলে আলম খড়কী কাশার দিঘিতে মাটি ফেলছিলেন। সে সময় আসামিরা সেখানে গিয়ে তাকে মারপিট করে। হাতে থাকা গাছি দা, লোহার রড ও পাইপ দিয়ে আঘাত করে জখম করে। আলমের পরিহিত লুঙ্গীর গাট থেকে ১ হাজার ৯শ টাকা কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে রেলের জমিতে বসবাসকারী মৃত হাবিবুরের ছেলে পাইপ মিস্ত্রি লিটন (৩৫) এবং লিটনের সহকারী সিদ্দিক আলীর ছেলে পিকুল হোসেন (১৮) বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। ডিকুর মোড়ে পৌছালে আসামিরা তাদের গতিরোধ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের কাছ থেকেও নগদ টাকা কেড়ে নেয়। পরে লোকজন উদ্ধার করে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *